লাল,নীল,সবুজের মেলা বসেছে,
নীল,লাল,সবুজের মেলা বসবে,
সবুজ,লাল,নীলের খেলা চলছে।


তন্ত্র,মন্ত্র,গণতন্ত্র, সমাজতন্ত্রের কথা বলছে,
মন্ত্র, তন্ত্র, স্বৈরতন্ত্রের কাজ চলছে।


দল,উপদল,বহুদল,চলছে কোন্দল,
এক থেকে আরেক দল,চলছে দলবদল,
দলে দলে সমঝোতা, হচ্ছে জোঁটদল।


ময়দানে ময়দানে যুদ্ধ জয়ের মহড়া চলছে,
জনগণকে বিভিন্ন রঙে রাঙানো হচ্ছে।


নীতি, মূল‍্যবোধের দামি দামি কথা চলছে,
ভেতরে ভেতরে আম আদমির সর্বনাশ হচ্ছে।


প্রচার, প্রচার, প্রচার করো,
জনগণের সেবা, মহান সেবা,
দেশের উন্নতি, মোদের নীতি।


দখল,দখল,দখল করো জনগণের ধনভান্ড,
তা দিয়েই তো করা হবে
জনগণের সেবা, কর্মকাণ্ড।


আলো,আলো,আলো চারিদিকে,
ঝলমলে চাঁদের আলো,
নতুন রাজা রাণী যে খুব ভালো।


সবাই জয়ধ্বনি দিচ্ছে,
ভাষণ শুনে হাততালি দিচ্ছে।


ফিসফিসিয়ে বলাবলি করছে,
ভেতরে কাজ কারবার যে কালো!