আদিঅন্তহীন
অসীমশূন‍্যে
অসংখ্য নক্ষত্র
ভ্রমিয়াছে নিয়মের
বাঁধা কক্ষপথে।


সূর্যজগতে
আলো, জল, বায়ুতে
শুধু জাগিল প্রাণ
এই ধরণীতে।


সময় বহিয়া চলে নিরবধি
শুনিতে পাই উন্নত প্রাণের পদধ্বনি।


মানব আসিল, মানবী আসিল,
হলো সভ‍্যতার শুরু।


বুদ্ধি আসিল, বিজ্ঞান আসিল,
উন্নয়ন হলো অফুরান।


তবু কেন আজ এত ব‍্যবধান -
নেই কেন শুধু মানবাত্মার জয়গান।