রাজা রাজ‍্যবাসীর ভাগ‍্যবিধাতা।
রাজা প্রজাবৎসল ও কর্ণসম দাতা।


এখন রাজা খুব চিন্তিত থাকেন।
রাজার মনে সুখ নেই,শান্তি নেই।


রাজজ‍্যোতিষী এসে বলে গেছেন --


"এই রাজ‍্যে প্রজা বিক্ষোভ হবে,
প্রজাদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে।"


রাজা দিকে দিকে দূত পাঠালেন,
প্রজাদের ক্ষোভের কারণ জানতে।


দূতেরা এসে জানিয়েছে --


রাজার কথা সবার মনের কথা নয়,
সবার কথা রাজমন্ত্রণার কথা নয়।


তাছাড়া সমাজে বৈষম্য বাড়ছে,
অনেকের জীবন আছে তো জীবিকা নেই,
অনেকের জীবিকা আছেতো সম্পদের শেষ নেই।


দলবাজি বেশী হচ্ছে, রক্তের হোলি বইছে,
নীতির বালাই নেই, হচ্ছে বেশি দুর্নীতি।
অর্থাভাব চারিদিকে - চুরি, ডাকাতি, ছিনতাই।


অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতার বাতাবরণ,
পথেঘাটে রাতে বিপন্ন নারীর ক্রন্দন।


আকাশে শকুনের আনাগোনা,
প্রতিবেশী রাজ‍্য - সীমানায় নিস্পৃহ নীরবতা,
উত্তরে উদ‍্যত বন্দুকের নিশানা।


প্রধান মন্ত্রণাদাতা রাজাকে বললেন --


"ব‍্যবসা বাণিজ্য রাজকার্যে বাধা হয়,
রাজসম্পদ বিক্রী কর বৈশ‍্যহাতে নিশ্চয়,
প্রজাপালনে রাজকর আদায় সুখীজীবন অতিশয়।


রাজা বললেন --
"তথাস্তু! প্রজা মঙ্গলে তাই হোক!"