মৃত্যুভয়
বালিগঞ্জের আস্তানায় বন্দী রেখে বেড়িয়ে পড়ি।


কুল্লু মানালি।


বরফের দেশ, খরস্রোতা নদী, পাহাড়ের দেশ।


ট্রেকিং, বরফে লুটোপুটি, পাহাড়ী পাথুরে নদীতে
ভেলায় ভেসে বেড়ানো, শূন্যে দড়িতে ঝুলে নদী পার।
কি বীভৎস বিনোদন, আনন্দ, মজা!


ফিরে এসেছি কলকাতায়।
জাঁকিয়ে বসেছে আবার
মৃত্যুভয়।