ভোর এসে দরজায় কড়া নাড়ে দুর্বার আকর্ষণে,
মেঘে ঢাকা দিনমণি প্রকাশে সোনালী আভা ছড়িয়ে
রাজকীয় আবির্ভাবে। বিমোহিত নীল নির্জনে বসে।


পথের অমোঘ টানে শিরা উপশিরায় ঢেউ খেলে
সবুজের সমারোহ চারিপাশে
শান্ত সুরের অনুরণন গভীরে।


বিশাল উদার আকাশ
সাদা কালো মেঘ রাশি রাশি
গাছের পাতায় পাতায় রোদ্দুর ছায়ার লুকোচুরি।


পুবালী হাওয়ায় আমের নাচন ডালে ডালে
মাটির ঘর, নিকানো উঠোনে শালিক দু'টি
খুনসুটিতে মাতে।


আকাশছুঁয়ে তালগাছ দাঁড়িয়ে পথপাশে
বটঝুরি নেমে এসে ঝুলে আছে পথছুঁয়ে।


হেঁটে চলি নীল নির্জনে, সবুজ আছে হৃদয় ছুঁয়ে।