সকালে বসে ভাবি
দিব আজ পাড়ি।


অনেক দূরের রাজবাড়ী
প্রশস্তিপত্রের হাতছানি।


বাড়ি থেকে বেরিয়ে বন্দরে
তারপর যাই উড়ে উড়ে।


আকাশ থেকে মেঘ উধাও
সারা শরীর জ্বলে দাউদাউ।


খুব কাছে নীল গগন
দেখি শুধু আলোর বিচ্ছুরণ।


পদতলে ধূসর লীলাভূমি
সবুজপ্রাণ-এর বধ্যভূমি।


এক বাস ভর্তি যাত্রী
চেয়ারে বসে শূন্যে ভাসি।


শীতল হাওয়ায় গরম কফি
সৌজন্যে উড়ন্ত নীল পাখি।


বসে বসে ঘুমিয়ে পড়ি
সেবা করে নীল পরী।


শূন্যে বসে ছড়া লিখে কবি
হঠাৎ দেখে এসে গেছে রাজবাড়ী।