দিবস শেষে
রবি অস্তাচলে।


রঙিন আকাশে
আঁধার ঘনাইয়াছে।


মৃদু পবনে
নীপশাখে
উদাসী পাখী
গাহে গান।


ঘরে ঘরে শাঁখ বাজে,
প্রদীপ জ্বলে,
বধূঁরা করে সন্ধ‍্যা গান।


চাঁদ হাসে,
জ‍্যোৎস্না ঝরে
নীল যমুনার জলে।


কপোত কপোতী
বসে পাশাপাশি
শুনিতে পায়
সৃষ্টির গান।


প্রেম জাগে
বাসনা মরে।


ভেসে আসে
নবসৃষ্টির ক্ষীণতান।