শারদপ্রাতে আচম্বিতে
বেরিয়ে পড়া নিজস্ব যানেতে
সখা সমাগমে অজানা পল্লীপথে।


পথপাশে সবুজ ধানের দোলায়িত রেশ
চাবাগিচায় সবুজ পাতার গন্ধভরা আবেশ
আঁখি মনে স্নিগ্ধ শীতল স্পর্শ অশেষ।


নদীধারে কিছুক্ষণ বৃক্ষছায়ায় জিরিয়ে নেয়া
কলকল ধ্বনিতে জলের অবিরাম বয়ে চলা
আপনমনে মাঝির ভাটিয়ালি গান গাওয়া।


শিউলি ফুলের শুভ্রতা আর গন্ধশোভা
মন যে হয় আনমনা, খুশিতে ভরা।


ছাতামাথায় লালশাড়িতে মায়ের ঘরে ফেরা
নিষ্পাপ শিশুরা করে গৃহপ্রাঙ্গণে খেলা
সবুজসাথী নিয়ে কন্যাশ্রীদের স্কুলে যাওয়া।


হাটগঞ্জে রকমারি পণ্য পশরার আয়োজন
চলছে নিরন্তর আনাগোনা আর বিপণন
দরাদরির কোলাহল আর কেনাবেচার উন্মাদন।


গ্ৰীষ্মে কপি, বর্ষায় মূলো, শীতে ঝিঙ্গে
হচ্ছে যে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গে
ঝুলন্ত বীজতলা আর পলিহাউসের অঙ্গে অঙ্গে
কৃষক ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কর্মকাণ্ডে।


সবুজের মাঝে বুকভরা শ্বাস
ফুসফুসে করোনার বিনাশ।


ভগ্নরাস্তায় চলে চারচক্রযান
যাত্রীরা বড্ড হয়রান।


মাঝে মধ্যে শহর ছাড়িয়ে দূরে
সবুজের মাঝে প্রকৃতির কোলে
প্রাণমন শক্তি উচ্ছ্বাসে ভরে উঠে
তারপর আনন্দে কাটে নিজ নিকেতনে।