তুমি
আজ আর আসছনা
অনেকদিন হল আসছনা।


ভোরে সূর্য উঠা আকাশে
নতুন দিনের প্রভাতে
দূর হতে তোমার ভেরীর আওয়াজ
শুনতে পাইনি
সে তো অনেকদিন হল।


তেপান্তরের মাঠ পেরিয়ে আসতে তুমি
যেমন করে আসে তেজী ঘোড়া ডগমগিয়ে।


তোমার কোলে বসে ঘুমিয়ে নিশ্চিন্তে
যেতাম দোলে দোলে,


পড়ন্ত বিকেলে যখন আকাশ অন্ধকার
হয়ে আসত, তখন ঠিক তুমি অপেক্ষায় থাকতে


কুলায় ফেরা পাখীদের নিয়ে আসতে
নিঃসীম মমতায়।


আজ তুমি নেই,
তাই পাড়াগাঁয়ে আঁধার নেমেছে
ক্ষুধার্ত কাক ডেকে চলছে
শকুনের ছায়া প্রলম্বিত হচ্ছে।


বুভুক্ষার কালো মেঘ ঘনিয়ে আসছে
নিরন্নের আকাশে,


অশনি সংকেতে বুক কেঁপে উঠছে
অভুক্ত ফেরিওয়ালাদের।


তুমি এসো
আমরা প্রতীক্ষায় আছি, মরণদ্বারে।