আজ জন্মদিনে বিবেকের মনে কোনো আনন্দ
নেই। রোদ্দুর নেই, কুয়াশা ধোঁয়াশায় ভরা
নিথর আকাশ।


বিবেকের দংশনে প্রভাবশালীরা প্রতিনিয়ত
জেরবার হচ্ছেন, তাই আপাততঃ বিবেককে
কালোকুঠুরিতে বন্দী করে রাখা হয়েছে।


প্রভাবশালীরা এখন মুক্ত মনে কাজ করছেন।
শোনা যায় কাঁড়ি কাঁড়ি টাকার লেনদেন হচ্ছে
গোপন পাচারে।


প্রভাবশালীরা আজ সুসজ্জিত হয়ে
রাস্তায় নেমেছেন জন্মদিন উদযাপনে।


মিছিলের পর মিছিল এসে ধাক্কা দিচ্ছে দুয়ারে,
সিমলা স্ট্রিটের বাড়িতে।


স্লোগানে স্লোগানে গানে গানে
মুখরিত আকাশ বাতাস
পাড়ায় পাড়ায় যুবদিবস
আনন্দ অবকাশ!


জনমনে প্রশ্ন একটাই ------
" কতদিন আর বিবেককে বন্দী করে রাখা হবে
কালো কুঠুরিতে?"