স্বাগত সেপ্টেম্বর!


আসছে মাস সেপ্টেম্বর,
ষষ্ট মাস এই আর্থিক বছর।


উড়নচন্ডী মনকে গুটিয়ে
নিয়ে আসতে হবে
ভীষণভাবে ব‍্যাঙ্কের কাজে।


সেপ্টেম্বর মাসে মাততে হবে,
দ্বিগুণ উৎসাহ, দ্বিগুণ কাজে।


ছোট বড় সবাইকে মাতাতে হবে,
নব উৎসাহ, নব উদ‍্যমে।


মনে রেখো,
সেপ্টেম্বর মাসে চলবেনা কোনো বাহানাবাজি,
করোনা বা অন্য কোনো কারসাজি।
বিদায় করো সব ফাঁকিবাজি।


সেপ্টেম্বরের প্রতিদিন
যেন হয় বিশেষ দিন,
ব‍্যবসা যেন বাড়ে নিত‍্যদিন।


বসে থাকবেনা কোনও একদিন,
গ্ৰাহকের সাথে যোগাযোগহীন।


গ্ৰাহকসেবা পরমসেবা
না রাখে বলার অপেক্ষা।


আমানত সেবা,
ঋণ প্রদান সেবা,
ঋণ আদায় সেবা,
বীমা সেবা,
পেনশন সেবা,
প্রযুক্তি নির্ভর সেবা,
ডেবিট কার্ড সেবা,
মোবাইল ব‍্যাঙ্কিং সেবা,
আর যা আছে সেবা


সবকিছুই দিতে হবে
গ্ৰাহকের চাহিদা বুঝে
হাসিমুখে সাথে সাথে।


সবাই মিলে করবো কাজ,
অঙ্গীকারবদ্ধ আমরা আজ।


জয়ী হতেই হবে, না হলে যে
অতি সর্বনাশ ও বড় লাজ।


তাহলে আর দেরী নয়,
ঝাঁপিয়ে পড়ি এই মুহুর্ত সময়।


সবাইকে করি বিনীত নিবেদন,
কর মোদের অভিযান সফল,
উৎসারিত হোক অমৃত ফল।