প্রতিদিন
ভোরের আকাশে প্রভাতের সূর্য প্রকাশে
রবিকিরণ ছড়িয়ে পড়ে বিশ্বচরাচরে
গাছগাছালি নদীসমুদ্র জনসমুদ্রে
পর্বতমালায়।


ঋতু বদলায়
আকাশ বাতাস ধরায়
অপরূপ সাজে শোভায়
রবি গান গায়, প্রকাশে কবিতায়
তাল-লয় ছন্দে অবলীলায়।


প্রতিদিন ভোরে উঠি জেগে
হৃদয়ে রবিগানের সুর ঝংকারে
চিত্ত হয় সুরদীপ্ত, সারাদিন থাকি প্রাণবন্ত।


আনন্দ অনুষ্ঠান, মহতী প্রচেষ্টা, শুভারম্ভে
রবিবাণীসুর বাজে বাংলার আকাশে বাতাসে।


বসে আছি আনমনে বিষণ্ণ ব্যথায়
রবি এসে ভালোবেসে পাশে দাঁড়ায়
আনন্দ জাগায় মন ভালোলাগা কথায়।


দুঃখ বিরহ প্রেমে আমরা আছি বেঁচে
রবির কবিতা গানে প্রতি মুহূর্তে মরমে।


একশত একষট্টিতম জন্মদিনে
রবিচ্ছটা উজ্জ্বল বাংলার গ্ৰামে নগরে
জীবনে ও মননে।