পাঁচ অগাষ্ট, ২০২০;
অযোধ্যায় রামমন্দিরের সূচনা।


বহুযুগ পূর্বের রাম, রামায়ণের রাম,
জনকল‍্যাণমুখী রাম।


যীশুখ্রীষ্টের জন্মের প্রায় পাঁচ হাজার বছর পূর্বে
রাজা দশরথ আর রাণী কৌশল‍্যার কোল আলো
করে জন্মেছিলেন রাম অযোধ্যায়।


রাম ছিলেন একজন অতি প্রজাবৎসল রাজা। কথিত আছে, রামরাজত্বে প্রজারা সবাই সুখে শান্তিতে
বাস করতো।


রাম ছিলেন ন‍্যায়পরায়ণতার এক পরাকাষ্ঠা। দীনজনে দয়ালু।


নবরূপে রামমন্দির, একবিংশ শতাব্দীর রামমন্দির;
চিত্তে জাগে আশা - প্রজাকল‍্যাণে হবে বিশ্বব‍্যাপী
ন‍্যায়ের প্রতিষ্ঠা। জয়তু রাম!