সরোবরের পাশে সপ্তপর্ণীতে ফোটা থোকা থোকা     সাদা ফুল শরতের নীলাকাশে
ঘুরে বেড়ায় অলস দুপুরে।


মধুমাখা হাওয়ায় দুলছে
পাশের স্কুলবাড়ির গায়ে গজিয়ে উঠা
অশ্বত্থ গাছের ডালপালা পাতা অনাদরে।


পাড়ার দুর্গাবাড়িতে ঐ দিন ভীষণ ব্যস্ততা।
মা এসেছেন। বাঁশকাঠমাটির কাঠামো।
ধীরে ধীরে রঙ গয়না শাড়িতে সেজে উঠবেন
মৃন্ময়ী মা সপরিবারে।


বকশিস এর কথা বলে গেল প্রতিদিন ভোরের
সংবাদ ফেরিওয়ালা ছেলেটা, গত সোমবারে।


আনন্দের পিপাসা নিয়ে সবাই অপেক্ষারত
হৃদয়ে কলরবে।


মা আসছেন সপরিবারে।