শুভ্রঅভ্র ভাসে নীলিমায়
ইন্দুভূষণে প্রভাকর মধ্যগগনে
হেঁটে যাচ্ছে পশ্চিম পানে।


কিছুক্ষণপর ডুবে যাবে দিবাকর দিকচক্রবালে
তিমিরাচ্ছন্ন হবে রজনী, সসাগরা ধরণী।
জোনাকির আলোয় রাতে পথচলা
বর্ধমানের ওরগ্ৰামে, গা ছমছম নিশিযাপনে।


হেমন্তের বাতাসে শীতের পরশ
ভাঁড়েতে হাঁড়িয়া, বাউলগানে সবাই আত্মহারা।


ধানের ক্ষেত এখন ন্যাড়া
চাতালে হিরণ্ময় ধানের মেলা
ধানে ধানে গোলা ভরা।


নবান্নের গন্ধে চারিদিক মাতোয়ারা
কাকবেশে পিতৃপুরুষ নেয় অন্নসেবা।
দইদুধ চালের পিঠেপুলি গানবাজনা মেলা
উৎসবে মাতে গ্ৰামবাংলা।


অগ্ৰহায়ণ শেষে পৌষ আসছে
সবাই যাচ্ছে বনে গ্ৰাম শহর থেকে।


বনভোজনে বেশ মজা
খুশিতে নাচে আবালবৃদ্ধবনিতা।