অনেকদিন হলো
শহর থেকে সবুজ হারিয়ে গেছে
দূরে অনেক দূরে।


বর্ধমান শহরে প্রভাতে
মিষ্টি রোদে প্রাতঃভ্রমণে
সবুজের খোঁজে হাঁটতে হাঁটতে


পৌঁছে গেলাম জাতীয় মহাসড়কে।


রাস্তার দু'পাশে সারি সারি সবুজ ছাতারা
দাঁড়িয়ে আছে ছায়া নিয়ে
অম্লজান ছড়িয়ে দিতে দিতে
হাসছে যে সূর্যালোকে।


আকাশপানে চেয়ে দেখি
পাখিরা সব উড়ছে মনের আনন্দে
স্বাধীন দিন যাপনে।


শরতের বিদায় বেলায় বাতাসে
নবান্নের গন্ধমাখা হেমন্তের আগমনী গানে।


আহা! কি আনন্দ! আকাশে বাতাসে।


চলে যাই দূরে অনেক দূরে
সবুজের খোঁজে, এই জীবন সায়াহ্নে।