সিমলায় এসে মনে হয় শিলং এসেছি
অবিকল যেন মনে আঁকা ছবি
যে দিকে দু'চোখ যায় দেখি।


পাহাড়ের গা বেয়ে মানুষের চলার পথ
নেমে যাচ্ছে আঁকাবাঁকা। ভোরের সূর্য
পরম মমতায় নরম রোদ্দুর ছড়িয়ে দিচ্ছে
সবুজ প্রাণে, বাদামী পাইনে।


পাহাড়ের গায়ে প্রস্তরখন্ডে একটি বানর বসে
দু'টো শিশু কোলে, নরম রোদ্দুরের আদরে।


চড়ুই পাখিরা উড়ছে বনে কিচিরমিচির শব্দে
শীতল হাওয়ার নিমগ্ন নির্জনতা ভেঙ্গে দিয়ে।


দূরদেশ থেকে আসা ক্লান্ত গাড়িগুলো
ঢালু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সারারাত
ঘুমিয়েছে। ভোরের আলো ফুটতেই কেউ
কেউ মৃদু গর্জনে হাঁটতে শুরু করেছে।


অফিসের ব্যস্ততা থেকে অনেক দূর
সারা মনজুড়ে খুশি ভরপুর।


লালনীল টিনের চালের কাঠের বাড়ি
লেপ্টে আছে পাহাড়ের খাঁজে খাঁজে
অপরূপ শোভায় সেজে,
রক্তিম রডোডেনড্রন সাথে নিয়ে।