সময় মানে নিরবধি অনন্ত কাল,
ঘটনার আপেক্ষিকতায় বুঝতে পারি
নিস্তরঙ্গ কাল।


সময়কে করেছি ভাগ আমরা
ভিন্ন ভিন্ন সময়কালে,
সময়কে বিভূষিত করেছি আমরা
ভিন্ন ভিন্ন নামে।


সময় মানে ঘন্টা, মিনিট, সেকেন্ড,
আমরা করেছি ভাগ, চব্বিশ ঘন্টায়
একদিনরাত।


পৃথিবীর একবার নিজের চারিদিকে ঘোরা
একদিন; সূর্যের চারিদিকে একবার ঘোরা
তিনশত পয়ষট্টি দিন।


ভাগ করেছি আমরা দিন, সপ্তাহ, পক্ষ, মাস,
বছর; আসে বার বার প্রতিবছর।


একদিন মানে অষ্টপ্রহর, তিন ঘন্টা মানে
এক প্রহর; কৃষ্ণনামে মাতোয়ারা প্রহরের
পর প্রহর।


সপ্তাহ মানে সাতদিন -সাত গ্ৰহ বার;
রবি, সোম, মঙ্গল,বুধ,বৃহস্পতি, শুক্র,
শনিবার।


সময় মানে গতকাল, আজ, কাল, পরশু;
আর ইহকাল, পরকাল, প্রাচীনকাল, চিরকাল।


সময় মানে গ্ৰীষ্মকাল, বর্ষাকাল, শরৎ, হেমন্ত,
শীত ও বসন্ত কাল - সবাই এক এক ঋতুকাল।


সময় মানে যুগের পর যুগ,
সত্য, ত্রেতা, দ্বাপর আর কলি যুগ।


সময় মানে দুঃসময়, সুসময়, অসময়;
সব মিলিয়েই হয়
এক মানব জীবন কাল বা সময়।


সময় মানে মানব জীবন চক্রে
শিশুকাল, যৌবনকাল, প্রৌঢ়কাল, পরকাল।


জন্মকালে খুশী, মৃত্যু কালে বিষাদ;
জীবনকালে হর্ষ, উল্লাস আর দুর্দশা, বিবাদ।


সময়তো আপেক্ষিক,
মানব মনের অবস্থা পরিপ্রেক্ষিত;
আনন্দকালে ভীষণ দ্রুত ধায়,
বিপদকালে অতি মন্থর যেন বায়।


আমরা এখন আছি নতুন কালে - করোনাকালে;
সময় যে বড় মন্দগতি!


তাই, ভাবছি বসে নির্জনে,
কবে হবে করোনার পরমগতি।