বাংলার সবার চিত্তে তুমি প্রিয়জন
তোমার আসনখানি পেতেছে গৃহ অন্তরে যেজন
জ্ঞানবৃক্ষের ঝরাপাতা ভরে আছে অন্তরে সেজন
ঋদ্ধ মুগ্ধ অগণিত জনতা আত্মীয় পরিজন।


গঙ্গা পদ্মার উর্বর সমতলভূমি
শিকড় ছড়ানো সারস্বত উর্বীরুহ তুমি।


নিঃশব্দ অন্তরাল থেকে শব্দহীন শব্দমালা গেঁথে
রাস্তায় দাঁড়িয়ে কোলাহলের অংশীদার হয়ে
সশব্দেও শব্দ সাজিয়েছ তুমি অনায়াসে।


সময় সচেতন তোমার প্রতিবাদী সত্তা বলেছিল --


' পুলিশ কখনো কোনো অন‍্যায় করেনা
তারা যতক্ষণ আমার পুলিশ '।


প্রেম তো এসেছিল নিঃশব্দে নীরবে তোমার কবিতায় --


' তোমার স্বাচ্ছন্দ্য দেখি দূর থেকে
তোমার দর্পও দেখি দূর থেকে
যে জল তোমার চোখে ছিলনা কখনও
আমি সেই জল ভরে রাখি ঘটে '।


মহামারির মহানগর থেকে তুমি চলে গেলে
সন্তর্পণে মহাপ্রস্থানে।


নতজানু হয়ে বলি, তুমি থাকবে
আমাদের হৃদয়ে চিরজায়মান হয়ে।