সবুজ ঘাসে শিশির ছুঁয়ে
প্রচন্ড গতিতে লাল বল
উইলো ব্যাটে লেগে কি ভয়ংকর!


আকাশ থেকে নেমে এসে যেন
বাইশ গজে দাঁড়িয়ে সূর্য
হাতে উইলো ব্যাট।


৩৬০ ডিগ্ৰী ব্যাটার।


ফলিং সুইপ শট, ফলিং স্কুপ শট
লং অন ড্রাইভ, লং অফ ড্রাইভ
মিড উইকেট দিয়ে ফ্লিক, স্কোয়ার লেগ দিয়ে পুল
স্কোয়ার কাট, একস্ট্রা কভার ড্রাইভ। অফস্পিন, গুগলি আর ক্যারম বলে পর পর তিনটি ছয়, লাল বলটি চোখের নিমেষে চতুর্দিকে দিকে দিকে ধায়।


চোখ ধাঁধানো অপরূপ শৈলী যেন এক একটি পটে আঁকা ছবি। ছন্দ তালে ফিউশনে জাগে যেন নব নব রাগ রাগিনী। সৃষ্টি সুখের উল্লাসে মগ্ন কবির এ যেন এক একটি অপূর্ব কথামালা সৃজনি।


মাঠের কেন্দ্রে সূর্য, লাল আগুনের ঝলকানি
ছড়িয়ে পড়ে ময়দানে প্রতি প্রান্তে
সীমানার বাইরে নয়নে হৃদয়ে আনন্দের কি উল্লাস!


হঠাৎ দেখি লাল বলটি আকাশে ভাসছে
তারপর ভীষণ গতিতে নেমে আসে
মুঠোবন্দী না হয়ে ধরণী প্রপাতে।


দিনের শেষে সূর্য নট আউট
যায় চলে অস্তাচলে, প্যাভিলিয়নে।