নারীর আননে দিয়েছ যে আবরণ
কালের অভিজ্ঞাস্রোতে উড়ছে সে অবগুণ্ঠন।
কাবুল থেকে কাশ্মীর, সর্বত্র নারী জাগরণ।


চৈত্রের রোদ্দুরে গ্ৰামের পথে হেঁটে যাচ্ছে মর্জিনা
আভরণহীন আঁখিআননঅঙ্গ আপাদমস্তক আলখিল্লা শোভিত। যুগ যুগান্তরের সঞ্চিত ব্যথা ঝরে পড়ছে অন্তরে।


সত্যকুম্ভের মুখ ঢাকা কালো কাপড়ে। আর কতকাল?
অন্ধকার ভেদি সত্যের প্রকাশ অবশ্যম্ভাবী।
শুধু সঠিক সময়ের অপেক্ষা।


রক্তমাখা তন্ডুলে বর্বরতার উদযাপন
পথেঘাটে উন্মাদের উল্লাস।
অসুরের মুখে ঈশ্বরের জয়ধ্বনি। কাশ্মীর নথি।


অক্ষম পৌরুষের অহেতুক গর্জন। বাংলার গ্ৰামে
ঘরে ঘরে জাগে স্বয়ম্ভর নারী।