মোমবাতি থাক জ্বলুক হিয়া
বাদ্য না বেজে জাগুক প্রাণ
সবটা যখন প্রতীক তখন
ইচ্ছাতেই গড় ঐকতান
সহনাগরিক হারাচ্ছে যারা
পাক তারা আজ অশ্রুজল
চিকিৎসা দেয় ঝাঁপিয়ে যারা
স্যালুট তাদের জানাও সব
জাতের চাইতে জাতি বড়
ধর্ম এখন থাক তোলা
বাঁচলে আবার যুদ্ধ করো
মরণের পরে সব ফাঁকা
অর্থ সে সব বাঁচিয়ে রেখে
জমাও পুঁজি আজ যারা
দৈব ছেড়ে মানুষ সেবায়
বিবেক জ্বালাও আজ তারা
জেহাদ যুদ্ধ নাগরিকত্ব
শব্দগুলো বেশ চেনা
এসব আজই সরিয়ে সঠিক
কর্মেতে হোক জাত চেনা |||