ঝড়ের তাণ্ডব
ঝড়ের দাপট ওড়ালো আজ
মাথার  ছাদের চালা
কলেজ স্ট্রিটে গড়ায় রবি
নজরুলের বই ডালা
হেরিটেজের  এজের উপর
ঘূর্ণিঝড়ের থাবা
কেঁপে উঠে বলছে তারা
ছেড়ে দে রে  বাবা
ভূলুণ্ঠিত হচ্ছে দেখো
সভ্যতারই বাতি
কলুষিত গরিমা সব
অন্ধ যে এ রাতি
ফুটপাথেতে দিচ্ছে আছাড়
আস্ত মোটর গাড়ি
পানু কাকা বললো উঠে
এ যে বহুত বাড়াবাড়ি
দর্প হলো চূর্ণ আজি
পড়লো মাথায় হাত
সারি সারি গাছগুলো সব
হচ্ছে কুপোকাৎ
যত্নে গড়া কাঁচের প্রাসাদ
হচ্ছে চুর চুর
শিস দিয়ে ঝড় নাচে দেখো
আনন্দে ভরপুর
সভ্যতারই গর্ব গেলো
এক লহমায় দূর
নদীর বাঁধে জোর ছিল যা
ভেঙ্গে   চুর চুর
পুকুর ফুলে কই বেরিয়ে
দিচ্ছে পাড়ে নাচ
হায় বিধাতা শস্য ক্ষেতে
সব যে হলো নাশ
কেমন তর ধ্বংসলীলা
এই মেদিনী পরে
সভ্যতারই ধ্বংস যে আজ
সকল প্রাণী মরে
নিচ্ছে বিদায় বাজিয়ে ডঙ্কা
প্রলয় নটরাজ
হাজার বছর রইবে স্মরণ
এই তাণ্ডব নাচ ||
প্রবাল