কাগজেতে আখর  সাজাও
নৌকায় দাও ভাসিয়ে
আখড়গুলো  কুল কি পাবে
মিথ্যা আশা নাকি এ ?
ছেঁড়া কথা সংকলিত
ভরো  যে তা ঝুলিতে
ধুলির  যা ধন না সাজিয়ে
যেতে দাও তা ধূলিতে
অলস হাওয়ায় শিউলি ফুলের
পাপড়ি কুড়াও খুশিতে
ছেঁড়া ফুলের সংগ্রহ কি
উঠবে পুজোর ডালিতে ?
জমলো যত ছেঁড়া কথা
মনের ভাষা ফুটলো কি ?
কবির ডালি সাজিয়ে তুলে
সবার মনে ধরলো কি ?