সাঁঝের বেলা মাঝ গগনে নৃত্য করে যারা
হারানো সব মানুষ নাকি শুধুই রাতের তারা
আকাশ পানে চেয়ে চেয়ে ভাবতে নাহি পারি
কোথা থেকে আসলো এরা দিচ্ছে কোথায় পারি
মেঘের ফাঁকে সারা রাতি চলে লুকোচুরি
কয়েকটা যে মাঝে মাঝে দল ছুটে যায় সরি
চাঁদমামা সে টিমটিমিয়ে জ্বলছে এদের সাথে
হ্যালোজেনের মতো আলো আসছে কোথা হতে
ভোরের বেলা হলেই হবে সঙ্গে রাতের খেলা
কোলাহলে পূর্ণ হবে মানুষ জনের মেলা
নিত্য দিনের গোলক ধাঁধায় রাতের সঙ্গী যারা
হারানো সব মানুষ নাকি শুধুই রাতের তারা ???