টুং টাং রিক্সার
ওই বাজে ঘন্টা ,
ইস্কুলে যায় নিয়ে
খুদে শিশু তিনটা ,
কাঠের হাতল হাতে
ওই যে সে ছুটছে,
সময়ের বড় দায়
কাঁধে টেনে চলছে,
বাড়ি তার বিহারে
কাঁধে ঝোলা গামছা ,
ভীষণ ব্যস্ত সে যে
সকাল কি সন্ধ্যা ,
সময় আতস কাঁচে
ফেলে তাকে মাপছে ,
ভুলে যাবে সোয়ারীরা
যারা কাঁধে উঠছে ,
ওহে ভাই রিক্সা
আর কত ছুটবে ,
সকলে একদিন
তোমাকে ভুলবে ,
রয়ে যাবে কোলাহল
আসবে নতুন দল,
টুংটাং ভুলে সবে
অটো টোটো চড়বে ||
  প্রবাল