শরতে শিশু মাটি
হেমন্তে দেয় হাটি হাটি,
শীতকালে সে খুব সেয়ানা
কিশোরী মন শোনেনা মানা,
বসন্তে তার মন বসন্ত
রূপ খিল খিল পূর্ণ যৌবন।


গ্রীষ্মের দেহের দাবদাহে
আর পারেনা থাকতে,
আকাশ প্রেমীর অপেক্ষায় তাঁর
চায় না যে দিন কাটতে।


বর্ষায় তাঁর হয় যে বিয়ে
দুমাস চলে বাসর রাত
আকাশ বৃষ্টি সুধা ঢালে
পূর্ন হয় তার মনের সাধ।