রামধনু পৃথিবীতে
রং নিয়ে মাতামাতি,
তুচ্ছ স্বার্থ  নিয়ে
হয় শুধু হাতাহাতি।
রক্তের রং নিয়ে
খেলে হোলি প্রতিদিন,
কতশত লোক মরে
লাল রাঙা কতদিন।
রাস্তায় রং ঝরে
ইরাকেও ঝরে তাই,
ইরানের রংগাছে
সাদাফুল কেন নাই।
রং ঝরে ভারতে,
রং ঝরে বাংলায়,
লাল রং কেন শুধু
প্রান করে হায় হায়।
ধর্মফুলের রং
দেখে কেন লাগে ভয়,
কবে হবে পৃথিবীতে
সাদা সাদা ফুলের জয়।