ভাবতে অবাক লাগে
মানুষ কিভাবে এতো নিষ্ঠুর হয় ?
কিভাবে আপন কে পর করে দেয় ?
এক ঘরে বাস করে বিশ্বাসের আশ্বাস দিয়ে
অবিশ্বাসের আড় চোখে তাকায় ।
সারাটা জীবন যায় কারনে
নিজের জীবন উৎর্স্বগ করতে পারে
কিভাবে এক নিমিষে সে শত্রু হতে পারে ?
কিভাবে বাস করতে পারে ?
দুজনের মাঝে কাঁচের দেয়াল দিয়ে ।
একদিন পর হয় নাড়ি ছেঁড়া ধন হয়ে
যাকে আপন করে নিতে
যাকে বিশ্বাস করতে চির বিশ্বাসী মানুষ গুলোকে
ঠেলে দেয় অবিশ্বাসের প্রান্তে
সেই মানুষকে কিভাবে রাখে অবিশ্বাসী করে ?
যে মানুষ একদিন বিশ্বাস নিয়ে
নিজের ঘর ছেড়ে আসে পরের ঘরে
কিভাবে সেই বিশ্বাসে ঘুন ধরে  ?
হৃদয়টাকে চিতার আগুনে জ্বালিয়ে
কিভাবে নিঃশেষ করে দেয় ?
জীবন কি এভাবে চলতে পারে ?
সুখের মুখোশ পরে
পৃথিবীর রঙ্গিন আলোয় বাহির রাঙ্গিয়ে
হাজারো ব্যথা বুকে নিয়ে
এভাবে বাঁচতে হবে সারাটা জীবন ধরে ।