একাকিত্বের গহ্বরে হারিয়ে যেতে যেতে
হঠাৎ কোনো আঙুল ছুয়েছে দিন।
হিসেবমতো বেঁচে থাকার কথা তার ছিলোনা।
প্রতীক্ষার কোনো অচেনা আলো
সারারাত তাকে জাগিয়ে রাখে,
একটা লাল ভোর দেবে বলে।
বহুদিন ঝাঁক বাধা পাখির কিচিরমিচির শোনা হয়নি,
পাতার উপর একফোটা শিশিরে ভেজা হয়নি।
সাধের আয়নায় নিজের সঙ্গে দেখা হয়না অনেকদিন।