ভুলেছ কি সেই প্রথম দিনে স্কুলেতে এসে ?
কত আপন বন্ধু পেয়ে আনন্দে যায় ভেসে ।
সকালের লেখাপড়া শেষে ঠিক দশটায় আসতাম
পাঁচ ছয় ঘন্টা এক সাথে থেকে চারটাতে বাড়ি ফিরতাম ।
ধনীর দুলাল মজুরের ছেলে কৃষকের ছেলেও তাই
একই গুরুর শিষ্য ভেবে ছিলাম মোরা ভাই ।
একই মন্ত্র হৃদয়ে নিয়ে সাধনা একই সবার
নেই ভেদাভেদ তাই এখানে আসা যাওয়ার ।
পাঁচ বছর পর আসবে বিদায় নামের ঝড়
সেই দিনই সবাই হয়ে যাবে পর ।
আসলে যেতে হবে এ যে নিয়তির খেলা
তবে কেন ভেঙ্গে যায় মন আসলে বিদায় বেলা ?
এত দিনের ভালবাসা গভীর প্রেমবন্ধন
এক মুহুতে মুছে যাবে তাই ঝড়ে দুনয়ন ।
কত হাসি কত কান্না কত স্মৃতি রয়েছে ঘিরে
হঠাৎ মনে পরতেই চাই যেতে ফিরে ।
কেউ হয়েছে জজ ব্যারিস্টার কেউ কুলি মজুর
কেউবা আবার বিদেশ বিপাকে গেছে বহু দুর ।
ফিরে কি আর পাবরে মন সবাইকে এক সাথে
যে ভাবে মোরা ছিলাম আগে ছিলাম মাতৃ ক্রোড়ে ।