আমি এসেছি করোনা হয়ে
তোমাদের পরিবারকে এক সুতায় বাঁধতে
স্বামী স্ত্রীর বন্ধনকে আরো গভীর করতে
ধনী গরিব জাতি ভেদাভেদ ভুলে
রাস্তায় এক সারিতে দাঁড়াতে ।
পৃথিবীর তার প্রাপ্য পাওনা বুঝিয়ে দিতে
আকাশের সেই নীল ফিরিয়ে দিতে
সমুদ্রের ঢেউ আর নদীকে দূষন করে
তার তীরের সৌন্দয্যকে বাঁচিয়ে রাখতে ।
আমি এসেছি একটি দূষন মুক্ত শহর দিতে
গড়ে দিতে সভ্য সমাজ ব্যবস্থা মানব জাতিকে
যেখানে থাকবে না ভেদাভেদ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান
নিষ্পাপ শিশুর জন্য গড়তে নির্মল আবাসন ।
মানুষ যে তার শিষ্টাচার ভুলে যেতে বসেছে
আমি শেখাতে এসেছি বাহির থেকে
ঘরে ফেরার সময় চৌকাঠ পেরোনোর আগে
হাত, মুখ, পা ধুয়ে পবিত্র হতে ।
আমি এসেছি ডলফিনকে সমুদ্রের নীল জল ফিরিয়ে দিতে
প্রকৃতির সবুজ, বাতাসে অক্সিজেন, ভূমিকে বৃষ্টি দিতে
চাঁদ, তারাকে কালো ধুয়া মুক্ত আকাশ দিতে ।
আমি ধনীকে শিখিয়েছি গরীবের কষ্টকে
মুক্ত মানুষকে শিখিয়েছি কারা বন্দী জীবন দশাকে
পরিশ্রমী খেটে খাওয়া দিন মজুরকে
পেরেছি একটু হলেও বিশ্রাম দিতে ।
আমি মানুষকে শিখিয়েছি নিজেকে
বিলিয়ে দিতে মানবতার তরে
মানুষ তার আত্ম অহংকার ভুলে
নিজেদের জীবনের মানে বুঝতে ।
আমি আনতে পেরেছি ঠান্ডা ঘরে বসে
তাঁবেদারী করার সেই মানুষ গুলোকে
রোদ, বৃষ্টি মাথায় নিয়ে সোনালী ধানের ক্ষেতে ।
আমি শিখাতে এসেছি বনের পশুকে
মুক্ত ভাবে বিচরন করতে
পাখিকে মুক্ত আকাশে উড়তে, গাছের ডালে বসে
নির্ভয় মুক্ত কণ্ঠে গান শুনাতে ।
আমি শান্ত করে দিয়েছি গোটা বিশ্বকে
আজ দেখা যায় না গাড়ির কালো ধূয়াকে
আজ সকালে ঘুম ভাংগে না হকারের ডাকে
গাড়ির হর্নের বিকট শব্দ বাজে না আজ কানে ।
গাড়ি ঘোড়া পদচারণায় ব্যস্ত রাজপথ আজ শান্ত
সারা দিন ঘুড়ে বেড়িয়ে ষ্টেশনের কুকুর হয়ে ক্লান্ত
কোথাও মিলছে না তার একমুঠো খাবার
তাই নিয়ে খুব চিন্তিত কি হবে এবার ।
রেল লাইনের ধারে ভিখারীটি ঘুমাচ্ছে নিঃশব্দে
ভিক্ষা পাবে কিনা লাগেনা তার চিন্তা যে
খাবার দিয়ে যাবে কোন স্বেচ্ছাসেবক দলে
ঠিক সময় মতো ইফতারী আর সেহারীতে ।
বন্ধ করতে পেরেছি আমি মানুষে মানুষে দ্বন্দ্ব
সম্পদের জন্য এক দেশের সাথে অন্য দেশের যুদ্ধ
বন্ধ হয়ে গেছে সব আগ্নেয় অস্ত্রের বরাই
গোটা মানব জাতীর শুধু আমার সাথে লড়াই ।
আমি চিরস্থায়ী নই চলে যাবো পৃথিবী থেকে
এই শিক্ষা যাবো তোমাদের জন্য রেখে
যদি চলতে পারো আমার দেখানো পথে
মনে রেখো ধন্য হবো এই পৃথিবীতে এসে ।
আমি আবার আসবো শত বছর পরে
এই শান্ত পৃথিবী যদি অশান্ত হয়ে কাঁদে
আমার যাতে আসতে না হয় সেই ভাবে থেকো
এই শান্ত পৃথিবীকে শান্ত করে রেখো ।