আকাশ জুড়ে মেঘ করেছে
বন্ধু গিয়েছে নদীর ঘাটে
আমি একা অপেক্ষায় আছি
বন্ধু কখন ভাল ভাবে ফিরবে ।
ঝড় বৃষ্টি এমন রাতে
ভয়ে কাঁপে বুক
বন্ধু তুমি থাকলে কাছে
পাবো স্বর্গের সুখ ।
এমন ভাগ্য নেইকো আমার
পাবো প্রিয় মানুষকে কাছে  
এমন সুখ কি জুটবে কখনও?
আমার এই পোড়া কপালে ।
সারা জীবন থাকবো প্রতিক্ষায়
প্রান সখী আসবে কাছে
চরন দুটি বক্ষে নিয়ে
ভালবাসবো হৃদয় দিয়ে ।
মনের যত কথা আছে
বলবো আমি তাকে
প্রান বন্ধু কে ঘুম পারাবো
আমার কুলে তাকে রেখে ।
প্রান ভরে দেখবো তাকে
অপলক দৃষ্টিতে
সারা মহল আলোকিত করবো
ঘিয়ের প্রদীপ জ্বেলে।
উজার করে দেবো খেতে
অকৃত্রিম প্রেমের শুধা
প্রান ভরে যাবে তাতে
মিটবে মনের ক্ষুধা ।
কবে আমার সুদিন হবে
পাবো প্রান বন্ধুর রাঙ্গা চরন
মন ভরে ধুয়া বে বলে
রেখেছি দুই নয়নের জল ।