আর কোনদিন শুনা যাবে না
সেই বলিষ্ঠ সংগ্রামী ভাষন বজ্র কন্ঠে ।
আর কোনদিন দেখা যাবে না
সাদা পানজাবী পায়জামা কালো কোটে ।
আর কোনদিন মানুষ একত্রিত হবে না
সোহরাওয়ার্দী উদ্দানে স্বাধীনতার ডাকে ।
আর কোনদিন কেউ ডাক দেবে না
জন্মভূমি দেশমাতার মান বাঁচাতে ।
আর কোনদিন দামাল ছেলে নেবে না
দেশের জন্য অস্ত্র তুলে হাতে ।
আর কোনদিন কেউ জীবন বাজী রাখবে না
নিজের স্বার্থ ছাড়া দেশের তরে ।
আর কোনদিন কেউ জীবন বিলিয়ে দেবে না
দেশের সাধারন জনগনের স্বার্থে ।
আর কোনদিন দেশের জন্য জীবন কাটাবে না
অন্ধকার জেল হাজত কারাবাসে ।
আর কোনদিন নিজের খাবার তুলে দেবে না
দেশের অনাহারীদের মুখে ।
আর কোনদিন কেউ ভালবাসবে না
কৃষক মুজুর জেলে শ্রমিকে ।
আর কোনদিন নিজের কম্বল বিলিয়ে দেবে না
গরীব শীতাত্ব মানুষের মাঝে ।
আর কোনদিন কেউ অশ্রু শুখাবে না
যে মা হারিয়েছে তার ছেলেকে ।
আর কোনদিন সঠিক নেত্রীত্ব পাব না
সব হারিয়েছি উন্নিশত পঁচাত্তুরে ।  
আর কোনদিন ফিরে পাব না
মহান জাতীর পিতাকে ।