খুব বেশি জ্বালাতন করি তোমায়
তাই কি মাঝে মাঝে হারিয়ে যাও
আমি খুঁজে বেড়াই
রাতের আকাশের চাঁদ আর তারায় তারায় I
প্রতিশ্রুতি করেছিলাম আর দুজনেই
ছেড়ে যাবো না কখনোই কেউ কাউকে
আমি তো মনে রেখেছি প্রতিটি ক্ষণে
তুমি তো রাখনি আমায় মনে I
অশান্ত পৃথিবী এই করোনা কান্তি কালে
দুর্যোগের এই সময় যদি তোমায় না পাই পাশে
কোথায় পাবো ভরসা কে দিবে আশার আলো ?
তোমায় ছাড়া বল কে থাকতে পারে ভাল ?
চোখজুড়ানো মনোহরা ভুবন মোহিনী রূপ নিয়ে
জগতকে ভুলিয়ে রেখেছো তোমার রুপে
নিঃস্ব আজ সব দিয়ে তোমার চরণে
তুমিতো লুকিয়ে রয়েছে নিজের অন্তরালে I
তোমায় খুঁজেছি কত
মহা সমুদ্রের তলদেশে কিংবা হিমালয়ের চূড়ায়
নিজের কৃপায় যদি না দাও দেখা
পাব না তোমায় আমি খুঁজলেও শত I
যদি কভু পাই তোমার দর্শন
যুগল নয়নে দেখে তোমায় ভরে যাবে মন
সেই আশাতেই বসে আছি
কবে আসবে আমারে সেই মাহেন্দ্রক্ষণ