সেদিন ছিল ১৬ই ডিসেম্বর ১৯৭১ সাল
ভোরের আলোয় আবির ছড়ানো মিষ্টি সকাল ।
সূর্য্য মামা সেদিন উঠেছিল হেসে হেসে
বঙ্গমাতা সেঁজেছিল সেদিন নতুন অন্য রূপে ।
দামাল ছেলেরা যুদ্ধ করে হয়েছে আজ ক্লান্ত
দেশের মা জননীরা আজ চোখের জলে শিক্ত ।
মায়ের ভীরু মন কাঁপে, কি যে হয়
মুক্তি যোদ্ধাদের মনে দেশ হারানোর ভয় ।
নয় মাসের উত্তাল দেশ হঠাৎ আজ শান্ত
সারা দেশের মানুষের মনে এ কিসের আনন্দ ।
দেশের মানুষ বিজয়, আজ এনেছে ছিনিয়ে
কত রক্ত, কত ইজ্জত, কত প্রানের বিনিময়ে ।
আর থাকবেনা আকাশ, কলো মেঘে ঢাকা
রাজাকার, হানাদারদের আর যাবেনা দেখা ।
আর হবেনা বাংলার বুকে, প্রানের আত্মাহতি
ইজ্জত হারানোর ভয় পাবেনা, বাংলার কোন নারী ।
ধন্য আজ ভোরের আলো, সূর্য্য মামাও ধন্য
ধন্য তুমি বঙ্গমাতা, তোমার নতুন রূপের জন্য ।
দেশমাতা মুক্ত আজ পরাধীনতার শিকল থেকে
বেঁচে থাকবে চিরকাল বাঙ্গালী, মাথা উচুঁ করে ।