ব্যর্থ এক জীবন নিয়ে চলেছি আমি বেশ
ব্যস্ত এই পৃথিবীতে নেইকো চলার শেষ ।
ব্যর্থতার জন্য সবাই অবহেলা করে
হাহাকারের কান্নায় হৃদয় ভেঙ্গে পড়ে ।
পৃথিবীতে আসার পর থেকে হয়েছি আমি ব্যর্থ
হাসি কান্নার জীবন নিয়ে এই আছি বেশতো ।
জন্মের পর থেকে সবই ব্যর্থতা আমার
শৈশব কালে পেলাম না তার কোন আকার ।
কৈশোর কালে পায় তার দেখারে
প্রেমের ব্যর্থতায় মন ভেঙ্গে পড়ে ।
যৌবন কালেও তার হয় না শেষ
জীবনে পেলাম না সুখের কোন রেশ ।
জীবন সংগ্রামে হেরেছি বহু বার
আশা নেই পৃথিবীতে বেঁচে থাকার ।
রনক্ষেত্রে যুদ্ধ করতে কামান বন্দুক লাগে
জীবন সংগ্রামের জন্য অর্থ জ্ঞান আহরন কর আগে ।
কামান নেই, বন্দুক নেই, নেই অর্থ জ্ঞান
বিধাতাকে আমি করি শুধু আহবান
নিয়ে যাও মোরে ব্যর্থ এই সৈনিককে
দাঁড়িয়ে আছি জীবনের শেষ সীমান্তে ।