কন্যা তোমার বিয়ে হবে
যাবে শ্বশুড় বাড়ী,
যাবে শ্বশুড় বাড়ী,
গায়ে থাকবে সোনার গহনা
লাল টুক টুক শাড়ি ।
আর্শিবাদ করবে তোমায় দেবতারা
সুখের স্বর্গে বসে,
তোমার তুলনা হবে সেই
দূর্গা প্রতিমার সাথে ।
রাজকুমার আসবে নিতে কন্যা তোমায়
নিয়ে গাড়ীর লহরী,
তোমার স্মৃতি তখন পড়বে চাপা
চাকার নিচে যাবে গড়াগড়ি ।
বাসর ঘর হবে তোমার ফুলে ভরা
শয্যা সোনার পালংকে,
প্রজাপতির ডানা দিয়ে যাবে দোলা
তোমার সোনার অঙ্গটিতে ।
সবাই শুধু করে অপেক্ষা
এই মধুর লগনের জন্য,
বিয়ে কারো জীবনে হয় অভিশাপ
কেউ হয় আবার ধন্য ।
হে কন্যা সুখে থেকো তুমি
নিয়ে স্বামী সংসার,
দুঃখ গ্লানী না হয় সব থাক
জীবন ভরে আমার ।
এই পৃথিবীর হাসবে সবাই
বিয়ের উৎসব নিয়ে,
কাঁদবে শুধু একজন মাত্র
যে ভাল বেসেছিল তোমাকে ।
এতদিন ভেবে ছিলাম কন্যা
তুমি শুধু আমার,
সানায়ের সুর বলে দিল আজ
আমার নেই সেই  অধিকার ।