যদি কোন একদিন একটু সময় হয়
নিজের মন যদি নিজেকে কাঁদায়
একা একা থেকে তুমি হও অসহায়
তুমি এসো,
তুমি এসে দেখে যেও
কি ভাবে কেমন করে আছি কোথায় ।
তুমি দেখে যাও পত্র খানা
লাল রক্তে লেখা তোমার হাতের,
রক্তের রং হয়ে বিবর্ন
গন্ধ আজ গেছে শুকিয়ে ।
তুমি শুনে যেও
ভালবাসার সুখের বীনায়
আজ বাজে বিরহের সুর,
আকাশ বাতাস ভুবন ছড়ায়
পাহাড় কেঁদে সৃষ্টি করে ঝর্নার ।
তুমি বলে ছিলে
আমরা হব একদিন দুজন দুজনার
সে দিন বহিবে ফাগুন হাওয়া
চারিদিকে বাজবে সানায়ের সুর,
আসে না বসন্ত গাছের শাখায়
মধুর সুরে আজ বাজে না সানায়,
তুমি চলে গেছ বলে
দুর থেকে বহু দুর ।
তুমি বলে যাও
কেন ভালবাসার চাদরে আমাকে জড়িয়ে ?
এত আপন করে ছিলে,
কোন অপরাধ করেছিলাম কেমন করে ?
ঐগো প্রিয়সী কোন অভিমানে ?
সব আশা ভেঙ্গে দিলে ।
তুমি চলে গেলে দুর থেকে বহু দুরে
শুধু বলে গেলে হাতছানি দিয়ে
বিদায় আজ থেকে চির বিদায় ।