মনে হচ্ছে, ফুসফুসে ঢুকে আছে কার্বনডাইঅক্সাইড,
পাতাল ফুরলে গাছের মূল নয়,
উঠে আসে প্লাস্টিক।
মান্ধাত্বার ইটবালি চুন খসা বাড়ি
এখন শুধুই দর্শনীয়স্থান,
সভ্যতার শিকড়ে পড়েছে
অসভ্যতার টান।
আদিম অন্ত গিয়ে
বর্তমান এর অদৃশ্য যোগ,
পুরোনো যা ভাঙাচোরা হয়ে যায় বিয়োগ।
নতুন যেমন পরিবর্তন আনে
কেড়ে নেয় পুরাতনও,
হারানোকে ফিরিয়ে দেয়
এমনও কি হয় কখনও?