আমি এখন শুয়ে আছি আলোময় ঘরে,
ঘুম পাড়ানোর মাসি পিসি আসেনা তোদের দুয়ারে।
চোখের পাতায় আসেনা ঘুম বুক করে ধুকবুক,
মনের মধ্যে বাসা বাঁধে অশান্তির অসুখ।
নরম বিছানায় শুয়ে আছে মস্তিষ্ক করেনা কাজ,
এই সব কিছুর খরচ জোগাতে মাথায় পরে বাজ।
সর্বক্ষন চলছে এখানে যম আর মানুষের লড়াই,
মৃত্যু নিয়ে কেউ কখনো করতে পারে না বড়াই।
রাতের বেলায় ঘুম কাটাতে কফিতে দেই চুমুক,
টাকাটা বুঝি জলেই গেল নষ্ট হলো মুখ।
আমি শুধু একা নই আছে নারী পুরুষ কত,
সবাই এখানে একই সমান ধনী গরিব যত।
কেউ হাসে কেই কাঁদে কেউ হয় সর্বহারা,
কেই জানে না কপালে কি আছে এখানে আসে যারা।
কত মানুষ আসবে যাবে কত দিন যাবে বয়ে,
শুধু স্কয়ার হাসপাতাল সাক্ষী হয়ে রবে।