এমন কার সাধ্য আছে আমাকে করবে নষ্ট
তবু মানুষের অত্যাচারে আমার লাগে কষ্ট ।
সব ময়লা আবর্জনা ফেলে আমার গায়
ধুয়ে মুছে পরিষ্কার করি বর্ষায় ।
রোদে পুড়ে ধরনী যদি হয় ক্লান্ত
আমি প্লাবিত হয়ে করে দেয় শান্ত ।
আমার প্রতি ফোটা পেয়ে জীবন হয় ধন্য
আমি রেগে গেলে জীবন হয়ে উঠে বিষন্ন ।
খর তাপে যখন সব হয়ে যায় রুক্ষ
অঝর ধারা ঝরে করি আমি শিক্ত ।
আমি সকলের কাছে অবহেলার পাত্র
আমার ছোয়া ছাড়া হয়না কেহ পবিত্র ।
চলেছি অবিরাম গতিতে নিজ নিজ পথে
কারো সাধ্য নেই আমার গতি রুখতে ।
দুহাতে বিলিয়ে দেয় বয়ে আনা মন্ত্র
ধন্য মৃত্তিকা উদ্ভিদ হয়ে উঠে প্রানবন্ত ।
ধেয়ে চলেছি ভাটি অঞ্চলের দেশে
উজানের তৃষ্ণা মিটায় বৃষ্টির ধারা ঝরে ।
শহরের চারিপাশে আমাকে করেছে কলংকিত
অথচ আমিই পারি শহরকে ধূলা বালু করতে মুক্ত ।
চলছে অপব্যবহার আমার করছে কত যে অপচয়  
সুষ্ঠু ব্যবহারে হতে পারে দেশের সম্পদ সঞ্চয় ।