জীবন বাঁধা পরে আছে বিচিত্র এক বৃক্ষের শাখায়,
লতা পাতায় জড়ানো তার মোহ বিষ।
মুক্তি নেই,
বয়ে যেতে হয় নিরন্তর।
কে জানে?এর শেষ কোথায়?
কত ঋতু,কত কাল যেন অতিক্রান্ত হল,
প্রতি ক্ষার হয় নি অবসান।
ভেঙে পরতে চায় জরাজীর্ণ দেহ,
চুন খসা দেয়ালের মত খসে পরে
হৃদপিণ্ডের আস্তরন,
সময়ের কাছে তবু হিসেব মেলেনা ।
সাময়িকতা কেন দীর্ঘস্থায়ীত্ব পেল না?