মানুষের আপন হয়ে থাকে কতজন
মা বাবা ভাই বোন
অনেক আত্বীয় সজন ।
মা আপন, বাবা আপন, আপন প্রিয় ভাই
এমন আপন মানুষ আরকি পাওয়া যায় ?
সংসারের কারনে তবু চলে যায় ।
রক্তের বন্ধন সবচেয়ে আপন
এর চেয়ে বেশী আপন
হয় কি কখনও কোন জন ?
দুনিয়ার সব মানুষ স্বার্থের আপন
টাকা পয়সা কাছে থাকে যতক্ষন
আপন মানুষ তখন থাকে কত জন ।
ফুড়ালে টাকা পয়সা সব ধন
একে একে চলে যায় সব
শেষে থাকেনা কোন জন ।
আত্মার আপন রক্তের আপন
এ ছাড়া আছে হৃদয়ে এক জন
সে হল দুনিয়ার অতি প্রিয়জন ।
বিধাতাকে সাক্ষী রেখে হয় যে আপন
মরনের কালেও সে জন
চলে যায় ছিড়ে সব বন্ধন ।
আত্মার কাছে দেহ আপন আর কেহ নাই
দেহ যখন জীর্ন হয়ে যায়
আপন হয়ও আত্মা তখনি পালায় ।
নিজে নিজে পরকে যত আপন বলতে চায়
তুমি ছাড়া ভেবে দেখ মন
তোমার তো আপন কেহ নাই ।