অনেক দিন গত হলো পাই না তোমার দেখা
আরকি পাবো না তোমার চরন আমার প্রান সখা ।
আষাঢ়ের এই ঘোর সন্ধ্যায় মেঘের বরিষণ
আকাশে চলছে মেঘে মেঘে আলিঙ্গন ।
গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে বিদ্যুৎ চমকায় আকাশে
মেঘের চুড়ায় যেন তোমার মুখ খানা ভাসে ।
কাজল কালো আখিঁতে মজে গেজে মন
তোমার চোখে মধ্যে আছে ভালোবাসার গুপ্তধন ।
তোমার চোখের ভাষা আজও বুঝি না
ঐ ভাষায় লিখেছে কবি কত না কবিতা ।
দেখা দিয়েছিলে তুমি ক্ষণিকের জন্য
বর্ষার সেই কদম ফুলের মত ।
মনের মধ্যে রয়ে গেছে তোমার সৌরভ কত
শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ির মত ।
ঝড় বৃষ্টি মাথায় নিয়ে যায় যমুনার তীরে
আসেনি প্রান সখা হয়তো আমায় গেছে ভুলে ।
এত জ্বালা যন্ত্রনা নিয়ে কেমনে আমি রই
কোথায় গেলে পাবো তারে বলে দে না সই ।