আজও যদি তেমন কিছু দেবার থাকে,
উজার করে দিতে এবার এলেম তাকে।
দিলাম তোমায় সদ্য ফোটা ফুলের কুড়ি,
হেমন্তের নীল আকাশে হলুদ ঘুড়ি।
সাধের জীবন নিয়ম কাঁটার বেড়াজালে,
আদর খোঁজে রঙিন সুতোর অন্তরালে।
পাখির ঠোঁটের ফাঁকে তুমি যাও হারিয়ে
মুঠো ভর্তি উচ্ছ্বাস তারে দাও বিলিয়ে।
দেয়ালঘড়ির কাটার সাথে পাল্লা দিয়ে
ভালমন্দ ইচ্ছে গুলো যাক হারিয়ে।
সময় পেরিয়ে ঘনিয়ে আসে সন্ধ্যাবেলা
গুটিয়ে কেন রাখা দেয়ানেয়ার খেলা?