পৃথিবীর সবাই সত্য কথা বলে
শুধু সত্য বলে না আমার মা
পৃথিবীর সবাই ভাল মানুষ
কিন্তু খারাপ আমার মা ।
এক রাতে অনায়াসে বলেছিল মিথ্যে
সবার খাওয়ার শেষে একমুঠো
মায়ের খাওয়ার জন্যে
ছিলনা সেদিন ভাত হাড়িতে ।
বলেছিল মা খিদে নেই তার পেটে
তোমরা তো খেয়েছো পেট ভরে
সারা রাত তার যায় কেটে
শুধু কয়েক গ্লাস জল খেয়ে ।
যদি কোন অভিযোগ আসে
কোথাও অন্যায় , মারামারী করেছে
কিংবা দুষ্টুমি , শয়তানী করেছে
করেছে তার ছেলে ।
সেদিনও মা কথা বলে মিথ্যে
আমার ছেলে করেনি কোন দোষ
হয়তো দোষ করেছে
করেছে অন্য কোন ছেলে ।
কোন সন্তান খারাপ হলে
সবাই একই কথা বলবে
সন্তান এত খারাপ হয়েছে
তার মা খারাপ বলে ।
বিদেশ থেকে ছেলে কথা বলে ফোনে
কেমন আছো মা জানতে চাইলে
শত বঞ্চনা, শত কষ্টে থেকেও
মা মিথ্যে বলে ভাল আছি বাবারে ।
মা মিথ্যে বলে সব সময় বলে
ছেলের জন্য বলে মেয়ের জন্য বলে
স্বামীর জন্য বলে সংসারের জন্য বলে
নিজে শত কষ্টে থেকেও সবাইকে ভাল রাখার চেষ্টা করে ।