মনে পড়ে ৫২ সালের ২১শে ফেব্রুয়ারি
রাষ্ট্র ভাষা উর্দু করতে
জিন্না করেছিল জারী ।
বিক্ষোভে গর্জে উঠল বাঙ্গালীর যত বীর
চির উচ্ছেদ করে দিয়ে
উর্দু ভাষার শির ।
চালালো তারা বাঙ্গালীর উপড় গুলি
ঢাকার রাজপথে পড়ে গেল
মানুষের রক্তের হোলাহোলী ।
মাতৃ ভাষার জন্য দিয়ে গেল রক্ত
রফিক, সালাম, বরকত, জব্বারের মত
বাংলা ভাষার কত শত ভক্ত ।
বাংলা ভাষা ছাড়া বড় হয়েছে কে ?
সাহিত্যিক বল, কবি বল,
যত উপন্যাসিক বলরে ।
মধুসূধন, রবী ঠাকুর, নজরুল বল যত কবির নাম
বাংলা ভাষার গুন র্কীতন করে
পেয়েছিল শ্রেষ্ঠ কবিত্বের সম্মান ।
প্রশ্ন জাগে কে করিল এমন কাজ ?
বাংলাদেশ ছারিয়ে ২১শে
ছড়ালো বিশ্বে আজ ।
যেজন এনেছিল মোদের স্বাধীনতার মান
সেই বঙ্গবন্ধুর মানস কন্যা
শেখ হাসিনার এই অবদান ।
উজার করে যারা দিয়ে গেল প্রান
মোদের মাতৃ ভাষার জন্য
তারাই শ্রেষ্ঠ তারাই মহান ।
সবার কাছে আমার এই আহবান
তাদের প্রতি করি যেন
আমরা চির সম্মান ।