মনে পড়ে
      প্রবীর কুমার সিকদার


ভুলে গেছ সবই মনে পড়ে কি ?
চৈত্র সংক্রান্তির সারা রাত জাগা
ঘুম ঘুম চোখে
পুকুরের ঘোলা জলে সাঁতার কাটা ।
মনে কি পড়ে তোমার ?
স্কুলে যাওয়ার আগে বর্ষার অথৈই জলে
হাবুডুবু খাওয়া আর
বিকেলের মিষ্টি রোদে নৌকা চালানো ।
যায় কি সেই স্মৃতি ভোলা ?
দক্ষিণের খোলা জানালা
বই নিয়ে পড়ার ছলে গান শুনা
আর বাহিরে তাকিয়ে থাকা ।
ভুলতে পারিনি আমি
গোল্লাছুট দড়িয়াবান্দা খেলা
খেলায় নেইতো মন
উদ্দেশ্য ছিল শুধু তোমাকে দেখা ।
খেলতে পারিনি কোন কিছু
ক্রিকেটের মাঠে ফিল্ডিং দিতে
তাকিয়েছি তার পানে
বিপক্ষের দল মেরেছে কত ছক্কা ।
স্কুল থেকে বেরিয়েছি অনেক আগেই
তবু গিয়েছিলাম একদিন সংগীতানুষ্ঠানে
শত শত লোকের মাঝে
হঠাৎ চোখে পড়ল তোমাকেই ।
সকাল দশটা বেজে গেলে
ব্যস্ত থাকতাম নিজেকে নিয়ে
রাস্তার মাঝে একাকী দাঁড়িয়ে
করতাম তোমার অপেক্ষা ।
মনে পড়ে কি কোন একদিন ?
অভিমান তুমি করেছিলে
যেতে একটু করেছিলাম দেরি
এক রাতে পুজায় তোমাদের বাড়ি ।
এখনও মনে পড়ে
দুপুরের ক্লান্তির শেষে, বিকেলের মিষ্টি রোদে
পাখি ডাকা ভোরে, মন্দিরের শঙ্খের সুরে
তোমাকেই মনে পড়ে ।