আমার ইচ্ছে করে তোমায় নিয়ে
হারিয়ে যায় বহু দূরে ।
আমার ইচ্ছে করে ঝড়ের শেষে
বাগান ঘুরে ঘুরে আম কুড়াতে ।
আমার ইচ্ছে করে কোন এক সন্ধ্যায়
ঝমঝম বৃষ্টির শব্দ শুনতে ।
আমার ইচ্ছে করে সারাদিন ভরে
পানকৌড়ির মত সাঁতার কাটতে ।
আমার ইচ্ছে করে বসে থাকি
কাঁশ বনে ঘেরা নদীর তীরে ।
আমার ইচ্ছে করে নদীর তীর মুখরিত করা
স্রোতের কলকল শব্দ শুনতে ।
আমার ইচ্ছে করে হেমন্তের বিকেলে
কৃষকের ধানের শীষে দোল খেতে ।
আমার ইচ্ছে করে শীতের মিষ্টি সকালে
শিশির ভেজা দূর্বা ঘাসে হাটতে ।
আমার ইচ্ছে করে শিমুল পলাশের শাখে
রক্ত লাল ফুল হয়ে ফুটতে ।
আমার ইচ্ছে করে ভেলায় ভেসে ভেসে
প্রশান্ত মহাসাগর পারি দিতে ।
আমার ইচ্ছে করে সমুদ্রের নোনা জলে
তুমি আমি থাকি অবগাহনে মেতে ।
আমার ইচ্ছে করে সমুদ্র সৈকতে
চোরা বালুর বুকে হেটে বেড়াতে ।
এই সব ইচ্ছে গুলো মধুর হতো
তুমি যদি থাকতে পাশে ।